Title
শ্যামপুর শাহ্জকি উদ্দিন রাহমাতুল্লা আলাইহের মাজার।
Address
শামপুর বাজার ,পো:দায়েরা শরীফ,রামগঞ্জ,লক্ষ্মীপু
History
<p>বৃহত্তর নোয়াখালীর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন শ্যমপুরে শাহসূফি সৈয়দ জকি উদ্দিন আল হোসাইনি চিশতী কাদেরী আল মোজাদ্দাদী(রা)চট্টগ্রাম পাটিয়া হয়ে ১২২২ বাংলা সনে এখানে এসে দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন এবং ইসলাম প্রচার করেন।তার পূর্ব পুরুষ ছিলেন বাগদাধের অধীবাসী।এই মাজারে প্রতি বছর ৬(ছয়)দিন ব্যাপী উরশ এবং মাহফিল হয়ে থাকে এবং শত শত লোকের সমাগম হয়।এই মাজার দেখার জন্য অনেক লোক অনেক দূর থেকে আসে।</p>